আখাউড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Aug 5, 2025 - 09:32
 0  1
আখাউড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় টানা অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) আখাউড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এসআই মো. মমিন হোসেন, এসআই আশিষ সূত্রধর, এএসআই মো. আলতাব হোসেন, এএসআই মো. আনোয়ারুল ইসলাম ও এএসআই মো. ইকবাল হোসেন (০২)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদের মধ্যে কয়েকজন আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এবং বাকিরা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা হলেন—রিপন মিয়া, পিতা–বাবুল মিয়া, সাং–চন্দনসার; জিআর-৫২০/২০ মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। মো. রুবেল মিয়া, পিতা–মো. ছিদ্দিক মিয়া, সাং–রাধানগর; জিআর-০৭/২৩ মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওন মিয়া, পিতা–সাহাব উদ্দিন, সাং–দেবগ্রাম; জিআর-৫২০/২০ মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। কাউছার মিয়া, পিতা–মোজাল মিয়া, সাং–দেবগ্রাম; একই মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। ফোরকান মিয়া, পিতা–জহির মিয়া, সাং–টানমান্দাইল; জিআর-৮২/২২ মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। জালাল উদ্দিন সুমন, পিতা–আ. আলীম, সাং–রাধানগর (কলেজপাড়া); জিআর-৪৫/২১ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত। আ. হাসিম, পিতা–মৃত কালু, সাং–ধর্মনগর; সিআর-১৯৫/২৫ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পলাতক অন্য আসামিদের ধরতেও অভিযান চলমান রয়েছে। অভিযানে সফলতা পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের প্রশংসা জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow