মাগুরায় সহকারী পুলিশ সুপারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনা মাহমুদা, বিপিএম, পুলিশ সুপার, মাগুরা। বিদায়ী কর্মকর্তাকে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হন বিদায়ী এ কর্মকর্তা।
বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান তার কর্মজীবনে একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলীসম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে মাগুরায় দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মানসিকতা দিয়ে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
পুলিশ সুপার মিনা মাহমুদা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনে আরও সাফল্য ও ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি কামনা করেন। এ সময় মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






