ফেসবুককে হাতিয়ার করে প্রভাষকের বিরুদ্ধে নিষ্ঠুর অপপ্রচার

ডিজিটাল কাদা ছোড়াছুড়ি আর ন্যক্কারজনক সাইবার সন্ত্রাসের শিকার হয়ে নিজের সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক কলেজ প্রভাষক। ভুয়া ছাত্রী সাজিয়ে আপত্তিকর চ্যাটিংয়ের স্ক্রিনশট এবং ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি চক্র তার জীবন বিষিয়ে তুলেছে বলে অভিযোগ করেছেন তিনি।
এই ভিত্তিহীন ও ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টায় এক জরুরি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার।
আলফাডাঙ্গা ডাকবাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে প্রভাষক মোরাদ হোসেন বলেন, “গত এক মাস ধরে কয়েকটি ফেসবুক আইডি থেকে সংঘবদ্ধভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তারা কাল্পনিক ছাত্রী পরিচয় ব্যবহার করে আমার সঙ্গে আপত্তিকর কথোপকথনের নকল স্ক্রিনশট তৈরি করছে। এমনকি, বিভিন্ন নারীর ছবির সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, যা চরম অবমাননাকর।”
তিনি অভিযোগ করেন, এই চক্রটি শুধু তাকেই নয়, কলেজের অন্যান্য শিক্ষকদের নিয়েও ভবিষ্যতে এমন হয়রানিমূলক তথ্য প্রকাশ করা হবে বলে হুমকি দিয়েছে, যার মাধ্যমে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
ভুক্তভোগী এই শিক্ষক জানান, তিনি ইতিমধ্যে এই সাইবার অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় গ্রহণ করেছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ভুক্তভোগী শিক্ষকের পক্ষ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা এই ধরনের সম্মানহানিকর ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত করতে আমাদের সাইবার মনিটরিং টিম কাজ করছে। যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রভাষক মোরাদ হোসেন প্রশাসনের কাছে তার দাবি পুনর্ব্যক্ত করেন এবং গণমাধ্যমের কাছে তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান।
এই ঘটনায় আলফাডাঙ্গার শিক্ষক সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা এই সাইবার অপরাধী চক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






