ইউএনও'র অনুদানে নতুন স্বপ্ন দেখছে ২০ শিক্ষার্থী

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 28, 2025 - 17:09
 0  9
ইউএনও'র অনুদানে নতুন স্বপ্ন দেখছে ২০ শিক্ষার্থী

স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল ফরিদপুরের আলফাডাঙ্গার পানাইল ইউনাইটেড একাডেমীর ২০ জন শিক্ষার্থী। আর্থিক অসচ্ছলতা যেন তাদের মেধার বিকাশকে থামিয়ে দিতে না পারে, সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ আর্থিক অনুদান। এই সহায়তা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছে, এখন পড়াশোনার পথে বাধা অনেকটাই দূর হলো।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা মিনি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ২০ জন দরিদ্র, মেধাবী, সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই অনুদান শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।" শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

অনুদান পেয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেনি শিক্ষার্থীরা। নবম শ্রেণীর শিক্ষার্থী ফাইমা ইসলাম কৃতজ্ঞতা জানিয়ে বলে, "আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এই আর্থিক সহায়তা অনেক বড় একটি সাপোর্ট। ইউএনও স্যার নিজে উপস্থিত থেকে আমাদের হাতে চেক তুলে দিয়েছেন, এতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। এই টাকা আমাদের পড়াশোনার খরচ মেটাতে অনেক সাহায্য করবে।"

পানাইল ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক মেহেদী হাসান তার বক্তব্যে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ে। এই অনুদান তাদের সেই সমস্যা সমাধানে অনেক সাহায্য করবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।"

বিদ্যালয় সূত্রে জানা গেছে, SMAG/MMAG/GBAG অনুদানের মোট ৫ লক্ষ টাকা থেকে ১ লক্ষ টাকা এই ২০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মোল্লা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow