পিরোজপুরের কাউখালীর সাবেক চেয়ারম্যান মনু মিয়া গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া। তার বিরুদ্ধে নাশকতার একটি মামলায়ও প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে।
রবিবার (০৩ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডেমরা থানা পুলিশের এক সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউখালী থানা পুলিশ জানায়, রবিবার বিকেলে কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ডেমরা ও ডিএমপি পুলিশের সহায়তায় তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাঈদ মনু মিয়ার বিরুদ্ধে দুটি সেশন মামলায় (৬৭৯/২৩ এবং ১৭০/২৪) দুই বছরের সাজা ঘোষণা করেন আদালত। এই সাজার পরোয়ানা নিয়েই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া, গত ১৩ অক্টোবর ২০২৪ তারিখে কাউখালী থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলারও প্রধান আসামি তিনি। তদন্তকারী কর্মকর্তা তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখিয়েছেন।
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা জানান, "গ্রেফতারকৃত আসামিকে সোমবার (৪ আগস্ট) সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।"
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, "সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়ার বিরুদ্ধে নাশকতাসহ মোট তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
What's Your Reaction?






