ইন্দুরকানীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে চাচা গুরুতর আহত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 11, 2025 - 21:54
 0  1
ইন্দুরকানীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে চাচা গুরুতর আহত

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ধীরেন্দ্র নাথ বৌদ্ধ তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ গাছগুলো নিজেদের দাবি করে সুপারি পাড়তে বাধা দেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে উত্তেজিত সোহাগ দা নিয়ে ধীরেন্দ্র নাথকে এলোপাতাড়ি কোপান।

পরে স্থানীয়রা আহত ধীরেন্দ্র নাথকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ জানান, “আমি আমার নিজের জমিতে সুপারি পাড়ছিলাম। হঠাৎ ভাতিজা এসে গাছ নিজেদের দাবি করে বাধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে উপর্যুপরি কোপায়।”

অভিযুক্ত সোহাগ বৌদ্ধকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেও কথা না বলে কেটে দেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “বিষয়টি আমরা জানি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow