ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শত বছর পূর্তি উদযাপন

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Oct 11, 2025 - 21:51
 0  1
ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শত বছর পূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় তার ১৫০ বছরের গৌরবময় ইতিহাস উদযাপন করছে। এই উপলক্ষে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগির আহমেদ (অবঃ)। তিনি লিখিত বক্তব্যে বলেন, “অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার গৌরব ও ঐতিহ্যের প্রতীক। গত দেড়শত বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যালয় নীরবে জাতি গঠনে যে অবদান রেখে চলেছে, তা সত্যিই অনন্য। এই বিদ্যালয়ের গৌরব শুধুমাত্র প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসীরই গর্ব।”

তিনি আরও জানান, দেড়শত বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ, জনসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি বা ‘পুঁথিশালা’ উদ্বোধন, রচনা প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ের সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা ‘তিতাস বিতর্ক উৎসব ২০২৫’, এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন।

সবশেষে, আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের বিশাল সমাবেশের মাধ্যমে দেড়শত বছর পূর্তির আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এছাড়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অন্নদা প্রসাদ রায়ের পরিবার ও উত্তরসূরিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আবেশের সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর মাতিন আহমেদ প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow