কক্ষ পরিদর্শকের গাফিলতিতে ইংরেজি পরীক্ষার উত্তরপত্র নিয়ে উধাও শিক্ষার্থী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার এফ. করিম আলিম মাদ্রাসায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের নজরদারির ঘাটতির সুযোগে উত্তরপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র ত্যাগ করেন এক পরীক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) এ ঘটনা ঘটে।
জানা যায়, ইন্দুরকানী সরকারি কলেজের পরীক্ষার্থী ফারদিন খলিফা ৫ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে উত্তরপত্র জমা না দিয়ে তিনি কক্ষ ত্যাগ করেন। দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক চঞ্চল কুমার হালদার ও সুদীপ্তা বড়াল বিষয়টি খেয়াল করতে পারেননি।
পরীক্ষা শেষে খাতা গননার সময় একটি উত্তরপত্র কম পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, ফারদিন খলিফার উত্তরপত্র অনুপস্থিত। তাৎক্ষণিকভাবে পরীক্ষা কমিটির সদস্য ও পুলিশ পাঠিয়ে ফারদিনের বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফারদিন খলিফা বলেন, “ভুলবশত উত্তরপত্র জমা না দিয়ে সঙ্গে নিয়ে এসেছি। পরে শিক্ষকদের জানালে আমি স্বেচ্ছায় সেটি তাদের হাতে তুলে দিই।”
কক্ষ পরিদর্শকরা জানান, পরীক্ষা শেষে খাতা গোছানোর কাজে ব্যস্ত থাকায় তারা বিষয়টি বুঝে উঠতে পারেননি।
পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পশুসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মহিউদ্দিন বলেন, “পরীক্ষার্থীর উদাসীনতা এবং কক্ষ পরিদর্শকদের গাফিলতির কারণে উত্তরপত্র কেন্দ্রের বাইরে চলে যায়। পরে উত্তরপত্র উদ্ধার করা হয়েছে, পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বরত পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
What's Your Reaction?






