রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ বিপদসীমায়, প্লাবনের আশঙ্কায় মঙ্গলবার খুলছে ১৬ জলকপাট

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 4, 2025 - 16:53
 0  4
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ বিপদসীমায়, প্লাবনের আশঙ্কায় মঙ্গলবার খুলছে ১৬ জলকপাট

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা ছুঁয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে) ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি সরাসরি কর্ণফুলী নদীতে ছাড়া হবে, যা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, সোমবার সকালেই কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭.৪৯ ফুট মিনস সি লেভেলে (এমএসএল) পৌঁছেছে। বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও এর বয়স বিবেচনায় ১০৭ ফুটকেই বিপদসীমা হিসেবে ধরা হয়। মূলত বাঁধের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্পিলওয়ে খোলার পাশাপাশি বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন চালু রয়েছে। সোমবার কেন্দ্র থেকে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই বিদ্যুৎ উৎপাদনের জন্য توربینগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৪১ হাজার কিউসেক পানির প্রবাহ যুক্ত হবে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, "আমরা হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি পানির স্তর অপ্রত্যাশিতভাবে আরও বৃদ্ধি পায়, তবে পর্যায়ক্রমে জলকপাট খোলার পরিমাণ আরও বাড়ানো হতে পারে।"

এদিকে, হ্রদের পানি বাড়ার কারণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কিছু এলাকা ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। জলকপাট খোলার পর এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow