নওগাঁর রাণীনগরে কৃতী শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা

পরীক্ষার খাতায় মেধার স্বাক্ষর রাখা ভবিষ্যতের কারিগরদের সম্মানিত করতে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে নওগাঁর রাণীনগরে। পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ১০ জন কৃতী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে বর্ণাঢ্য সংবর্ধনা। সোমবার (৪ আগস্ট) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল আনন্দের ঢেউ।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পারইল ইউনিয়নের দুই কৃতি শিক্ষা প্রতিষ্ঠান—পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন এবং কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ের ৩ জন—মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এই আয়োজনের পেছনের কারিগর, চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমান বলেন, "মেধাবীদের যথাযথ সম্মান প্রদান এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আজকের এই সংবর্ধনা আগামীতে তাদের আরও ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে। আমি বিশ্বাস করি, এই মেধাবীদের দেখে অন্যরাও পড়ালেখায় আরও মনোযোগী হবে।" তিনি এই অনুপ্রেরণাদায়ী ধারা আগামীতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, "একটি পুরস্কার কিংবা একটি ছোট্ট সংবর্ধনা ভালো কাজের জন্য বড় অনুপ্রেরণা জোগায়। পারইল ইউনিয়নের চেয়ারম্যানের এই ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরণের আয়োজন করার জন্য আহ্বান জানাই।"
সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মনে করেন, এই স্বীকৃতি তাদের futuras পড়াশোনায় আরও ভালো করার জন্য উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিষদের সদস্য, বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






