জুয়ার আসরে সেনা অভিযান: অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 4, 2025 - 18:30
 0  45
জুয়ার আসরে সেনা অভিযান: অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

নওগাঁর আত্রাইয়ে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের মধ্যে স্থানীয় বিএনপি ও যুবদলের শীর্ষ পর্যায়ের দুই নেতা রয়েছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর সেনা ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার ভবানীপুর গ্রামের একটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালায়। এসময় সেখান থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভবানীপুর গ্রামের মৃত ইছব আলীর ছেলে ফারুক সরদার (৩৮), একই গ্রামের মৃত খয়ের আলীর ছেলে ও সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল সরদার (৪০) এবং মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে ও সাহাগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী (৪৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে ধারালো চাপাতি, চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কাওছার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, "সেনাবাহিনীর হাতে আটক তিনজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow