মুন্সীগঞ্জে ধর্ষণে শিকার শিশুর খোজ-খবর নিতে ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার (২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পাশে দাঁড়িয়েছে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পৌঁছায়। তারা সেখানে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান। একইসাথে, শিশুটির সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের প্রতি জোর আহ্বান জানান তারা।
গত ২৭ জুলাই শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামে এই পাশবিক ঘটনাটি ঘটে।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি সোনিয়া হাবীব লাবনী, সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক এবং সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক মনির হোসেন পিন্টু ও সদস্য সচিব রাকিব মোল্লা।
এছাড়া মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার শতাধিক সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানান এবং নির্যাতিতা শিশুটির প্রতি সংহতি প্রকাশ করেন।
এই নৃশংস ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের যে ভয়াবহ পরিস্থিতি চলছে, এই ঘটনা তারই প্রতিফলন। বিএনপি সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকবে।
What's Your Reaction?






