সিরাজদিখানে ড্রেন নির্মাণে ধীরগতি, দুর্গন্ধে নাকাল এলাকাবাসী

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে ড্রেন নির্মাণকাজে চরম ধীরগতি এবং অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খোঁড়া রাস্তার গর্ত, অরক্ষিত নির্মাণসামগ্রী, এবং অর্ধসমাপ্ত ড্রেনের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে, ঘরে আটকে পড়ছে বাসাবাড়ির নোংরা পানি ও মানববর্জ্য। এসব খোলা ড্রেন থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, বারবার অভিযোগ করেও ঠিকাদার কিংবা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ড্রেন নির্মাণের কাজ খন্ড খন্ডভাবে শুরু হলেও তা অরক্ষিত ও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মন্দির সংলগ্ন প্রধান গলির ড্রেনের কাজ প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে, বিকল্প কোনো রাস্তা না থাকায় কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী মো. আসিব উল্লাহ জানান, তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারেন না, কোন ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজের সঙ্গে যুক্ত। পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
What's Your Reaction?






