শ্রীনগরে দূর্গা পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে র‍্যাবের অধিনায়ক

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 28, 2025 - 19:41
 0  9
শ্রীনগরে দূর্গা পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে র‍্যাবের অধিনায়ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোঃ কামরুজ্জামান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার প্রাচীন ভাগ্যকুল হরেন্দ্র লাল রায় মন্দির ঘুরে দেখেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাবের এ কর্মকর্তা জানান, র‍্যাব-১০ এর আওতায় প্রায় ৩৪টি থানা রয়েছে। ঢাকেশ্বরী মন্দিরসহ বড় বড় পূজামণ্ডপগুলোতে দুই থেকে তিন ধাপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “শুধু ইউনিফর্ম পরিহিত র‍্যাব সদস্যই নয়, সিভিল পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।”

মন্দির পরিদর্শন শেষে তিনি ভাগ্যকুল ঘোষবাড়ি মন্দির, নতুন বাজার যদুনাথ রায় মন্দিরসহ এলাকার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনার কথা জানান।

অন্যদিকে র‍্যাব-১০ এর সিপিসি-২ এর ভাগ্যকুল ক্যাম্প কমান্ডার মোঃ আনোয়ার হোসেন বলেন, “বর্তমানে ক্যাম্প এলাকায় চারটি টহল টিম কাজ করছে। পাশাপাশি পোশাকধারী সদস্যদের সঙ্গে সিভিল সদস্যরাও সমানতালে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow