শিক্ষার আলোয় উজ্জ্বল প্রভাত: আবেগঘন বিদায় সংবর্ধনা

যেখানেই যাও, আলো ছড়াও এই হৃদয়স্পর্শী বাণীকে সঙ্গী করে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায় সংবর্ধনা। বদলি জনিত কারণে বিদায় নিতে যাওয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক-কে ঘিরে শিক্ষক সমাজের ভালোবাসা ও আবেগে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সরওয়ার হোসেন ও সুব্রত কুমার লস্কর।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা শাখার সভাপতি শিহাবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক হিটলার রহমান খান, আইয়ুব হোসেন, প্রধান শিক্ষক মাহফুজা বেগম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও শিক্ষা উন্নয়নে তাঁর নিরলস ভূমিকার কথা উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান।
বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক কৃতজ্ঞচিত্তে বলেন,আলফাডাঙ্গার শিক্ষকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। বিদায় মানেই শেষ নয়, বরং এটি নতুন সূচনার দ্বারপ্রান্ত।
প্রধান অতিথি মোহাঃ রফিকুল ইসলাম বলেন, তিনি দায়িত্বশীল, পরিশ্রমী এবং শিক্ষার মানোন্নয়নে নিবেদিত ছিলেন। তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
সভাপতি শিহাবুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন,বিদায় ক্ষণিকের বেদনা দিলেও, তাঁর কর্মের আলো আমাদের পথচলায় আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নানা উপহার প্রদান করা হয়। প্রায় তিন শতাধিক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন। বিদায়ের বেদনাকে ছাপিয়ে ভালোবাসার আবেগে অনুষ্ঠানটি রূপ নেয় এক স্মৃতিমধুর মিলনমেলায়।
What's Your Reaction?






