ভূমি মেলা উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 26, 2025 - 00:05
 0  3
ভূমি মেলা উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ফরিদপুরে এক বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ফজলে রাব্বি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম, সদর উপজেলার এসিল্যান্ড শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা। আলোচনায় অংশ নেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তানভীরও।

বক্তারা বলেন, ভূমি মেলা ২০২৫-এর মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়া। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আয়োজিত এ মেলার মাধ্যমে জনগণ সহজেই ভূমি উন্নয়ন কর প্রদান, মিউটেশনের আবেদন ও কাগজপত্র গ্রহণসহ সকল সেবা পাবে। নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ প্রদান করতে হবে না বলেও জানানো হয়।

বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা থেকেই অনেক সময় ফৌজদারী মামলার সৃষ্টি হয়। তাই এসব জটিলতা নিরসনে সচেতনতামূলক সভা, সেমিনার ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কৃষিজীবী জনগণের মাঝেও ভূমি সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে হবে বলে মত দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সাতজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমি মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী মেলা চলছে। মেলায় আগত সাধারণ জনগণ ভূমি সেবা সংক্রান্ত সব ধরনের তথ্য ও পরামর্শ পাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow