কিশোরগঞ্জে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন অনিল চন্দ্র

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
May 25, 2025 - 23:55
 0  2
কিশোরগঞ্জে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন অনিল চন্দ্র

কিশোরগঞ্জ জেলা পুলিশের এপ্রিল (২০২৫) মাসের কল্যাণ সভায় অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার, মামলা তদন্তসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন ইটনা থানার এসআই অনিল চন্দ্র।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত সরকার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এসআই অনিল চন্দ্রের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত সরকার। একইসাথে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের মধ্যে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow