নারী নির্যাতনে হিমেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চুরির অপবাদ দিয়ে পারভীন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. এম আর হিমেল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পারভীনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পারভীন আক্তার সিরাজদিখান থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৩ মে রাতে কেয়াইন ইউনিয়নের বড়বতা গ্রামে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মো. এম আর হিমেল (২৮), মো. শফি (৩০), আফসার (৫৫), মো. জিসার (৪০), মো. ইয়াকুব (৫০), মো. নয়ন (৩২) ও আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে চোর সন্দেহে গালাগালি ও শারীরিক নির্যাতন করে।
অভিযোগে আরও বলা হয়, ২৪ মে দুপুরে অভিযুক্তরা পারভীনের ভাড়া বাসায় গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাধা দিলে তারা কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটায়, কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা পারভীনের পরনের কাপড় টেনে শ্লীলতাহানি করে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার আগে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রাত ৭টা পর্যন্ত তারা নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
What's Your Reaction?






