শ্রীনগরে বসতবাড়ীর সীমানা বিরোধে চলাচলের রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 28, 2025 - 22:47
 0  5
শ্রীনগরে বসতবাড়ীর সীমানা বিরোধে চলাচলের রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা ও বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে দু-দফায় উপজেলার আটপাড়া ইউনিয়নের তারাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুমি আক্তার বাদী হয়ে রতন বেপারী ও আলম বেপারীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রতিবেশী মৃত রাজ্জাক বেপারীর ছেলে রতন বেপারী ও আলম বেপারীর দীর্ঘদিন ধরে জমিজমা ও বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত দুই মাস ধরে তারা ভুক্তভোগী পরিবারের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তায় কাঠের বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ নিয়ে স্থানীয় গন্যমান্যরা বারবার বেড়া সরানোর নির্দেশ দিলেও বিবাদীরা কর্ণপাত করেনি। বৃহস্পতিবার সকালে তারা পুনরায় ভুক্তভোগীর ঘরের সামনে বেড়া নির্মাণ করে। এসময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে মারধরের চেষ্টা চালানো হয় এবং পরে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে শ্রীনগর থানার এসআই শরিফ জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow