রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধারের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারকে কেন্দ্র করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাণীনগর থানায় এ মামলা দায়ের করা হয়।
উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে গত ২৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ রয়েছে।
পরে সেখানে অভিযান চালিয়ে দেড় হাজার কেজি (৫০ বস্তা) চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল সাময়িকভাবে গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়। পরবর্তীতে অনুসন্ধানে জড়িতদের শনাক্ত করা হলে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। এ ছাড়াও চালগুলো উপজলা খাদ্যগুদামে হেফাজতে রাখা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় ৭ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ২ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
What's Your Reaction?






