ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেইজ) বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান।
প্রকল্পের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ও পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান।
কর্মশালায় অংশ নেন বিভিন্ন পেশার ৩৫ জন প্রান্তিক পেশাজীবী, যাঁদের মধ্যে ছিলেন কামার, শতরঞ্জি প্রস্তুতকারী, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা-পিতল সামগ্রী প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, নকশি কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুতকারী।
সভায় বক্তারা বলেন, প্রান্তিক এসব জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং অনেকেই ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
সরকার এই প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন এবং পণ্য বিপণনে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
What's Your Reaction?






