লামায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ কামরুজ্জামান, লামা (বান্দরবান) প্রতিনিধি
May 26, 2025 - 00:43
 0  1
লামায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আব্দুর রহিম (পিতা: আমির আলী, গ্রাম: পূর্ব চাম্বি ধুইল্যাপাড়া, ওয়ার্ড-১) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৩০ জুলাই একই এলাকার এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠে আব্দুর রহিমের বিরুদ্ধে। পরবর্তীতে ওই নারীকে অবহেলা করে রহিম তার খালাতো বোনকে বিয়ে করে সংসার শুরু করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে অভিযুক্ত রহিম পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মে) বিকেলে লামা থানার এসআই নুরুজ্জামান ও এএসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজিজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, ভুক্তভোগী নারীর দাবি, রহিমের ধর্ষণের ফলে তার গর্ভে একটি সন্তানের জন্ম হয়েছে এবং তিনি রহিমকেই ওই সন্তানের পিতা হিসেবে দাবি করেছেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow