দর্শকের গর্জন আর ফুটবল উন্মাদনায় মাতলো আলফাডাঙ্গা, গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচেই টানটান উত্তেজনা
কানায় কানায় পূর্ণ গ্যালারি, মুহুর্মুহু করতালিতে মুখরিত চারপাশ আর খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ হাজারো দর্শক—এমনই এক উৎসবমুখর আবহে ফরিদপুরের আলফাডাঙ্গায় পর্দা উঠলো বহুল প্রতীক্ষিত 'উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫'-এর।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ যেন পরিণত হয়েছিল এক ফুটবল তীর্থে। বর্ণিল সাজে সজ্জিত মাঠ এবং ঢাক-ঢোলের বাদ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল উৎসবের আমেজ।
উদ্বোধনী দিনের উত্তেজনায় ঠাসা ম্যাচে মুখোমুখি হয়েছিল টগরবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ এবং বুড়াইচ ইউনিয়ন পরিষদ একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলাটি দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত আসনে বসিয়ে রাখে। অবশেষে, খেলার দ্বিতীয়ার্ধে করা একমাত্র গোলে টগরবন্দ ইউনিয়নকে হারিয়ে ১-০ ব্যবধানের রুদ্ধশ্বাস এক জয় ছিনিয়ে নেয় বুড়াইচ ইউনিয়ন পরিষদ একাদশ। জয়সূচক গোলটি আসতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, "তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে এবং তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই টুর্নামেন্ট এক নতুন দিগন্ত উন্মোচন করবে। মাঠের এই উৎসবই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"
উদ্বোধনী দিনের এই জমকালো আয়োজনে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, জাতীয় নাগরিক পার্টি'র ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক ডা. বায়েজিদ আহমেদ সাহেদ, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদসহ আরও অনেকে।
খেলাটির প্রাণবন্ত ধারা বিবরণে ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মাহিদুল হক এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার। এই টুর্নামেন্ট আলফাডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদী আয়োজক ও স্থানীয়রা।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ