থানচির দুর্গম পাহাড়ে বিনামূল্যে প্রাণিসম্পদের টিকাদান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 11, 2025 - 00:24
 0  57
থানচির দুর্গম পাহাড়ে বিনামূল্যে প্রাণিসম্পদের টিকাদান

বান্দরবানের থানচি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী দেড় শতাধিক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে বিনামূল্যে গবাদি পশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন। এই উদ্যোগের ফলে তাদের মূল্যবান প্রাণিসম্পদ বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে, যা এই পরিবারগুলোর জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী থানচি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইয়াংরেসে পাড়া, কলাই ম্রো পাড়া ও রইহিন ম্রো পাড়াসহ বেশ কয়েকটি দুর্গম গ্রামের খামারিদের গরু, ছাগল, হাঁস ও মুরগিকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এ সময় গবাদি পশুর জন্য ক্ষুরা রোগ (FMD), পিপিআর এবং হাঁস-মুরগির জন্য রানীক্ষেত রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

আন্তর্জাতিক সেবা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কর্তৃক বাস্তবায়নাধীন 'পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন (পিআরএল)' প্রকল্পের আওতায় এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জীবিকাকে আরও টেকসই করা।

ক্যাম্পেইন প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মেনসিং ম্রো বলেন, "পাহাড়ি এই গ্রামগুলোতে নিয়মিত টিকাদান সেবা পৌঁছানো বেশ কঠিন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সহজেই বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারব, যা এই অঞ্চলের পশুসম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

কলাই ম্রো পাড়ার কারবারি (গ্রাম প্রধান) এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "আমাদের জন্য উপজেলা সদরে গিয়ে গরু-ছাগলের টিকা দেওয়া অনেক কঠিন ও ব্যয়বহুল। ঘরের কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। বিএনকেএস এবং ইউরোপীয় ইউনিয়নকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।"

ক্যাম্পেইন চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনকেএস-এর পিআরএল প্রকল্পের ইউনিয়ন অর্গানাইজার সাঅংসিং মারমা, কমিউনিটি নিউট্রিশন সাপোর্ট পার্সন (সিএনএসপি) উক্যহ্লা মারমা, কমিউনিটি মোবিলাইজার (সিএম) শৈমেসাইন মারমা, মথি ত্রিপুরাসহ তিন গ্রামের কারবারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী।

এই আয়োজনের ফলে এলাকার সাধারণ খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow