নিয়োগ সংশোধনের দাবিতে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 7, 2025 - 15:05
 0  1
নিয়োগ সংশোধনের দাবিতে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ ও চলমান নিয়োগ প্রক্রিয়া সংশোধনের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) লাইন সাহায্যকারীরা। সোমবার (৭ জুলািই) সকালে শহরের গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে ফরিদপুরসহ পাঁচটি জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওজোপাডিকোর অধীনে জীবনের ঝুঁকি নিয়ে ‘লাইন সাহায্যকারী (গ্যাটিস)’ হিসেবে কাজ করলেও সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের অভিজ্ঞতাকে উপেক্ষা করা হচ্ছে। মানববন্ধনে তারা সুনির্দিষ্ট কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— কর্মরত লাইন সাহায্যকারীদের জন্য বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা, বিকলাঙ্গ শ্রমিকদের চাকরি স্থায়ী করা, মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের যোগ্য সদস্যদের চাকরি দেওয়া এবং নিয়োগে বৈষম্য দূর করে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান।

আহ্বায়ক মাজেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ শাওন, সিরাজ মুন্সী এবং ফরহাদ শিকদার। বক্তারা বলেন, ‘আমরাই এই চাকরির প্রথম দাবিদার, কারণ আমরা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে আসছি। অথচ আমাদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়ার যে পাঁয়তারা চলছে, তার প্রতিবাদেই আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

শ্রমিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow