আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ২১ দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ

ঘুষ ও দুর্নীতির অভিযোগে সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন সোমবার (৭ জুলাই) গড়িয়েছে ২১ দিনে। এ দাবিকে কেন্দ্র করে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে আশুলিয়া রেজিস্ট্রি অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
সিএমবি আশুলিয়া সড়কের পাশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। দাবি জানানো হয়, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ঘুষ ছাড়া কোনো দলিলে স্বাক্ষর করছেন না। এ কারণে অফিসে রেজিস্ট্রি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে জমি কেনাবেচা বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
মানববন্ধনে দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “১৭ জুন থেকে আমরা ঘুষখোর সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেছি। অফিসে কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবস্থা পরিবর্তন না হলে আমরা রাজপথে নেমে আরও কঠোর কর্মসূচি দেব।”
তবে অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল বলেন, “আমি কারও কথায় পদত্যাগ করব না।”
এ ঘটনায় এলাকায় প্রশাসনিক অচলাবস্থার পাশাপাশি জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।
What's Your Reaction?






