বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ: শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Sep 10, 2025 - 23:33
 0  8
বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ লড়াই করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবেই। বাংলাদেশে বিএনপি-ই একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে কর্মীদের ফেলে রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনের বিনাভোটের এমপি-ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন। এতে আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে সালথা-নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান কখনো দলমত নির্বিশেষে কাউকে অবহেলা করেননি। আমি তার সন্তান হিসেবে আমার দায়িত্ববোধ থেকে ধর্ম-বর্ণ ও দল নির্বিশেষে সবার খোঁজখবর রাখবো।

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান তৈয়ব প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow