সদরপুরে টিএসসি সারের তীব্র সংকট, চাষাবাদে অনিশ্চয়তা
ফরিদপুরের সদরপুর উপজেলায় টিএসসি (ট্রিপল সুপার ফসফেট) সারের তীব্র সংকট দেখা দেওয়ায় চাষাবাদের মৌসুমে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাজারের ডিলার পয়েন্ট, খুচরা ও পাইকারি দোকান—কোথাও মিলছে না এই গুরুত্বপূর্ণ রাসায়নিক সার। ফলে জমিতে সঠিক সময়ে সার প্রয়োগ করতে না পারায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কয়েকজন স্থানীয় কৃষক জানান, কয়েকদিন ধরে বিভিন্ন বাজার ঘুরেও প্রয়োজনীয় টিএসসি সার পাচ্ছেন না। চাহিদা থাকলেও সরবরাহ নেই; অনেক জমিতে সারের অভাবে ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
ডিলারদের দাবি, দীর্ঘদিন ধরে তারা কোনো বরাদ্দ পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
কৃষকদের অভিযোগ, সংকট দ্রুত নিরসন না হলে চলমান মৌসুমে ফলন মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। তারা জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা কৃষি অফিসের একটি সূত্র জানিয়েছে, সারের সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই বাজারে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ