ভাঙ্গায় শামা ওবায়েদের পথসভা: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব পথসভায় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান।
নির্বাচন কমিশন সম্প্রতি ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে যুক্ত করে। এর ধারাবাহিকতায় রবিবার সকালে এই দুটি ইউনিয়নে প্রথমবারের মতো ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন শামা ওবায়েদ। সকাল দশটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই পথসভায় স্থানীয় শত শত নারী–পুরুষ ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
পীরেরচর উচ্চ বিদ্যালয় চত্বর, হরিরহাট বাজার, ভোগের বাজারসহ বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত পথসভায় তিনি বক্তব্য দেন। ভোগের বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন বুলু।
বক্তব্যের শুরুতে শামা ওবায়েদ ইসলাম রিংকু মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত জনতার কাছে দোয়া চান। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে। আপনারা আমাকে সুযোগ দিলে আপনাদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটাতে সক্ষম হবো। নির্বাচিত হলে আলগী ও হামিরদী ইউনিয়নের অধিকার আপনাদের কাছেই ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ।”
এসময় হাজারো উপস্থিত মানুষ হাত তুলে তাকে সমর্থন জানান।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা থানা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ ছাত্রদল, যুবদল ও মূল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আলগী ইউনিয়ন মহিলা নেত্রী নারগিস আক্তারের নেতৃত্বে মহিলা দলের একটি বড় দল শামা ওবায়েদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ