সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচলে বিঘ্ন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সড়কের ওপর বড় বড় গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক কড়াত মিল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (বিকেল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে উপজেলা সদরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে মোল্যা ‘স’ মিলের মালিক বাবু সরদারের কাছ থেকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন কড়াত মিলের মালিকরা দীর্ঘদিন ধরে প্রধান সড়কের পাশে বড় বড় গাছের গুড়ি স্তুপ করে রাখায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় জনস্বার্থে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৮৯ ধারায় যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে বাবু সরদারকে জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি ও তিনজন পুলিশ কনস্টেবল। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ