চরভদ্রাসনে অবৈধ বালি উত্তোলন, উপজেলা প্রশাসনের অভিযান

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 7, 2026 - 21:10
 0  10
চরভদ্রাসনে অবৈধ বালি উত্তোলন, উপজেলা প্রশাসনের অভিযান

‎ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

‎উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুন দোকান এলাকার জয়দেব সরকারের ডাঙ্গীতে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এতে নদী ও বেড়িবাঁধের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ছিল।

‎এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন সেখানে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ভেকু মেশিনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়।

‎মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। এ সময় অবৈধ বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। অভিযানে চরভদ্রাসন থানার একটি চৌকষ পুলিশ দল উপস্থিত ছিল।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জমি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল বা ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না। অবৈধ বালি উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে নদীভাঙন ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow