রাজশাহীতে ইস্পাহানি ডিপো অফিসে চুরি, বেঁধে রাখা হয় নিরাপত্তাকর্মীকে
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকার ইস্পাহানি চা-এর বিভাগীয় ডিপো অফিসে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। ঘটনার সময় নিরাপত্তাকর্মীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে চোরেরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চোর প্রথমে অফিসের নিরাপত্তাকর্মীদের অচল করে দেয়। এরপর দোতলায় প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ১ লাখ ৭৭ হাজার টাকা এবং নিচতলার বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে ৩৮ হাজার ৫০০ টাকা লুট করে। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে চোর।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
What's Your Reaction?
মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী