আলফাডাঙ্গায় বয়স্কদের জন্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jul 17, 2025 - 12:01
 0  14
আলফাডাঙ্গায় বয়স্কদের জন্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম

‘প্রত্যেক মুসলমানের জন্য দ্বিনি শিক্ষা অর্জন করা ফরজ’—রাসুলুল্লাহ (সা.)-এর এ বাণী ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে বয়স্ক পেশাজীবীদের জন্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার কার্যক্রম চালু করেছেন মুফতী কুতুব উদ্দীন ফরিদী।

প্রায় দুই-তিন বছর ধরে বিনামূল্যে পরিচালিত এ কার্যক্রমে ইতোমধ্যে পঞ্চাশজনের মতো বয়স্ক শিক্ষার্থী অল্প সময়ে কুরআন শরীফের ছবক নিয়েছেন। তাদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র ও শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

বুধবার (১৬ জুলাই) এশার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে ছয়জন বয়স্ক শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে কুরআন শরীফের ছবক গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আলফাডাঙ্গা শাখার ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন, কওমি ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামীম আহমেদ, মিডিয়াকর্মীসহ অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসলমান।

কোর্সে অংশ নেওয়া আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক সিকদার বলেন, ‘আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন শিক্ষার এমন প্রশিক্ষণ কোর্সে যুক্ত হতে পেরে আনন্দিত। প্রশিক্ষক আন্তরিকভাবে আমাদের শেখাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে কোর্স সম্পন্ন করতে পারব।’

কোর্স পরিচালক মুফতী কুতুব উদ্দীন ফরিদী বলেন, ‘এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে ভালো কাজ। যারা কোর্স সম্পন্ন করেছেন, তারা এখন সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow