যৌথবাহিনীর অভিযান, তাজা গুলি, মাদক, দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ১জন
ফরিদপুরের সদরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে পিস্তলের গুলি,মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে সদরপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৬ডিসেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার কৃত ব্যাক্তির নাম শেখ সাদী(৩০) । সে একই এলাকার শেখ আবদুল কাদের ক্বারীর পুত্র বলে নিশ্চিন্ত করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা থেকে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ৭.৬৫ পয়েন্টের ২ টি তাজা গুলি ৪২০ পিস ইয়াবা, ১ টি খেলনা পিস্তল, ২ টি বড় রামদা, ১ টি বড় ছোরা ও গাজা শেখ সাদীর বাড়িতে তার পরিত্যাক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে সদরপুর থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু, সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ। তিনি আরো বলেন আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ