চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
চরভদ্রাসনে ইয়াবাসহ যুবক গ্রেফতার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের সালেপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের সালেপুর গ্রামে অভিযান চালিয়ে বিল্লাল ফকিরের ছেলে শাহীন সরদার (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযান কালে কাছে থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন থানার এসআই শফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই রেজাউল হকসহ সঙ্গীয় পুলিশ সদস্য। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) গ্রেফতারকৃত শাহীন সরদারকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ