ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি
May 6, 2025 - 16:14
 0  5
ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কোতোয়ালী থানাধীন পিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালায়।

র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিয়ারপুর বাজারে চেকপোস্ট স্থাপন করে ঢাকা থেকে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৪৭২৩ নম্বরের গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর যাত্রীবেশে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের পায়ের কাছে রাখা ট্রাভেল ব্যাগ থেকে ৫ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫৫,২৫০ টাকা।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: ১. মো. সাদ্দাম হোসেন (৩১), পিতা– কফিল উদ্দিন, গ্রাম– গোবিন্দাল (অংশ), থানা– সিংগাইর, জেলা– মানিকগঞ্জ; ২. মো. শহিদুল ইসলাম (৩০), পিতা– মৃত আ: সালাম, গ্রাম– উত্তর রশিকনগর, থানা– দিঘীনালা, জেলা– খাগড়াছড়ি।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow