রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার পলাতক আসামি শফিকুল গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি
May 6, 2025 - 16:09
 0  3
রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার পলাতক আসামি শফিকুল গ্রেফতার

রাজবাড়ীর পাংশা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. শফিকুল ইসলাম (৩০)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পাংশা থানাধীন পাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ভিকটিম (১৫)–কে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ি থেকে ফুসলিয়ে অপহরণ করে শফিকুল। পরে তাকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় এবং ৮ এপ্রিল থেকে ১ মে ২০২৫ পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।

পরে ভিকটিমের মা বাদী হয়ে ৩ মে ২০২৫ তারিখে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং–০৪, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১) সংশোধিত ২০০৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব-১০ বরাবর একটি সহযোগিতা চেয়ে চিঠি দেন। সেই চিঠির ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শফিকুল রাজবাড়ী সদর থানার হরিহরপুর গ্রামের মৃত লাল চাঁদের ছেলে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow