বোয়ালমারীতে দলীল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি হলেন আব্দুল কুদ্দুস

বাংলাদেশ দলীল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৭) গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বোয়ালমারী উপজেলার আব্দুল কুদ্দুস শেখ সিনিয়র সহ-সভাপতি (১) নির্বাচিত হয়েছেন। গত ৫ জুলাই ২০২৫ তারিখে কমিটি অনুমোদন পায়।
আব্দুল কুদ্দুস শেখ বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতার নাম আব্দুল মালেক শেখ। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনবার বিপুল ভোটে বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন এবং এর মাঝে দুই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
স্থানীয়ভাবে সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আব্দুল কুদ্দুস শেখ সম্প্রতি বিএনপির বোয়ালমারী পৌর শাখার সমন্বয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া একই কমিটিতে বোয়ালমারী থেকে সহ-সম্পাদক হয়েছেন মো. মাহাবুব হোসেন, আলফাডাঙ্গা উপজেলা থেকে সহ-সভাপতি হয়েছেন মো. আবুল কালাম এবং সহ-সম্পাদক হয়েছেন শেখ সেলিম।
What's Your Reaction?






