মালয়েশিয়ায় আকাশছোঁয়া স্টাইলে পরীমণি, ভাইরাল ছবি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

দেশ ছাড়ার আগেই সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিমানবন্দর থেকে শুরু করে মালয়েশিয়ার হোটেল পর্যন্ত সফরের নানা মুহূর্ত। এরপর মালয়েশিয়ার রাজপথে ছেলের সঙ্গে আনন্দঘন সময়ও ভাগ করে নেন তিনি।
তবে এবার রীতিমতো ঝড় তুলেছেন একগুচ্ছ নতুন ছবি দিয়ে। রবিবার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন পরীমণি, যেখানে তাঁকে দেখা গেছে কুয়ালালামপুরের আকাশছোঁয়া ভবনের সামনে।
সাদা টাওয়েল জ্যাকেট, কালো ইনার ও খোলা চুলে আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছেন নায়িকা—চোখ বন্ধ সেই মুহূর্ত যেন অন্য এক পরীর আবির্ভাব। আর এতেই সামাজিক মাধ্যমে নেমে আসে ভক্তদের প্রশংসার বন্যা।
মাত্র ১৪ ঘণ্টায় পোস্টটিতে পড়েছে ৭২ হাজারের বেশি প্রতিক্রিয়া, মন্তব্য ৮ হাজার ছাড়িয়েছে। অনেকে লিখেছেন, “এই পরী যেন রূপকথার চেয়েও সুন্দর”, “আকাশও যেন থমকে গেছে পরীকে দেখে!”
এর আগে গত শনিবার (২৮ জুন) ছেলেকে নিয়ে মালয়েশিয়ার রাস্তায় কাটানো মুহূর্তের একটি ভিডিও রিলস আকারে পোস্ট করেন পরীমণি। সেটিও পেয়েছিল উল্লেখযোগ্য সাড়া।
সামাজিক মাধ্যমে সরব উপস্থিতির পাশাপাশি আগামী ঈদুল ফিতরের সিনেমায়ও পরীমণির নাম শোনা যাচ্ছে জোরেশোরে। এমন মুহূর্তে তার এ আন্তর্জাতিক স্টাইল স্টেটমেন্ট যেন আরও একবার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিল।
What's Your Reaction?






