কাপ্তাইয়ে তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন
মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো মেলায় নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত বৈচিত্র্যময় শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মহান বিজয়ের মাসকে ঘিরে বাঙালি জাতির ইতিহাস, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে দর্শনার্থীদের জন্য নানা আয়োজন রাখা হয়েছে, যা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সহায়ক হবে।
মেলায় মোট ২৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে চারু ও কারুশিল্প, রাঙ্গামাটির স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আয়োজকদের প্রত্যাশা, বিজয় মেলা–২০২৫ মুক্তিযুদ্ধের চেতনাকে আরও বিস্তৃত করার পাশাপাশি দেশীয় শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ