দেশের বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলার একাধিক উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
নওগাঁ জেলার রাণীনগর উপজেলা ও আত্রাই উপজেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের সমাবেশ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী মিনি স্টেডিয়ামে মার্চপাস্ট, কুচকাওয়াজ, শিশু-কিশোর সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, ভাঙ্গা উপজেলা ও সালথা উপজেলায় সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এসব উপজেলায় স্বাধীনতা ভাস্কর্য ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মুক্তিযোদ্ধা ভবন ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, খেলাধুলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বান্দরবান জেলার থানচি উপজেলা ও আলীকদম উপজেলায় ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। আলীকদম উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সার্বিকভাবে, দেশের বিভিন্ন উপজেলার মানুষ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেন।
What's Your Reaction?
ডেস্ক রিপোর্টঃ