শ্রীপুরে নাকোল ও কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি সায়েরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি এবং সাধারণ সম্পাদক ফারহানা পারভীন বিউটি প্রমুখ।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শিকদার মঞ্জুর আলম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল ও মহিলা দলের নেত্রী সালেহা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার বিএনপির ওপর নানা জুলুম-অত্যাচার চালিয়েও আমাদের মনোবল ভাঙতে পারেনি। আদালতের প্রহসনমূলক হাজিরার দিন পেছনে ফেলে আমরা এখন তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবো।”
সমাবেশে স্থানীয় মহিলা দলের নেত্রীদের ব্যাপক উপস্থিতি ছিল। আলোচনা পর্বে বক্তারা দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা এবং রাজনীতিতে নারীর নেতৃত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?






