মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এক বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার রাতে নগরীর ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ে মাত্র দুই ঘণ্টার ঝটিকা অভিযানে বিভিন্ন দেশের ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৯৬ জনই বাংলাদেশি নাগরিক।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পুত্রাজায়া থেকে আসা ১০৬ জন অভিবাসন কর্মকর্তার একটি দল এই অভিযান শুরু করে। অভিযানের তীব্রতায় পর্যটকদের পদচারণায় মুখর থাকা বুকিত বিনতাং এলাকা মুহূর্তে একটি লকডাউন জোনে পরিণত হয়। কর্মকর্তারা এলাকার তিনটি ব্লকের প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেন এবং সেখানে থাকা প্রত্যেকের নথিপত্র যাচাই শুরু করেন।
অভিযানের আকস্মিকতায় অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে অনেকে টেবিলের নিচে, দোকানের ভেতরে বা ছাদে উঠে পালানোর চেষ্টা করেন। তবে কর্মকর্তাদের তৎপরতায় তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।
অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান জানান, এই অভিযানে মোট ২,৪৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়, যাদের মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় বাসিন্দা ছিলেন। যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় ৭৭০ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৩৯৬ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিককে আটক করা হয়েছে।
বাসরি ওসমান আরও জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






