ফরিদপুরে জুয়েলার্স এসোসিয়েশন নেতার মায়ের পরলোকগমন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি বাবুরাম কর্মকারের মা কমলা রানী কর্মকার (৯১) পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেল পাঁচটায় শহরের অম্বিকাপুর শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিকে, কমলা রানী কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখা। এক শোকবার্তায় বাজুসের ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়াল এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ