বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর, ২১ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
May 13, 2025 - 13:25
 0  24
বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর, ২১ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার। সোমবার (১২ মে) এই আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ।

আদালত সূত্রে জানা যায়, মামলার ২২ জন আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত শুধুমাত্র একজন আসামি আবুল কালামকে শারীরিক অসুস্থতার কারণে জামিন দেন। বাকি ২১ জনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। এদের কেউ কেউ সাবেক জনপ্রতিনিধি, কেউবা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

চলতি বছরের ১৫ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় বিএনপি-সমর্থক দিনমজুর লাভলু সর্দার একটি বিস্ফোরক মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করে এবং প্রায় তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতেই এই জামিন আবেদন ও আদালতের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow