মাগুরা জেলা পুলিশের ২ সদস্যের পদোন্নতি, র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

মাগুরা জেলা পুলিশের দুই সদস্য সদ্য পদোন্নতি পেয়েছেন। পুলিশ কনস্টেবল থেকে নায়েক পদে উন্নীত এই দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম।
পদোন্নতি উপলক্ষে সোমবার (তারিখ উল্লেখ করা যায়) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মিনা মাহমুদা নবনিযুক্ত নায়েকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম।
জেলা পুলিশের এই পদোন্নতি অনুষ্ঠানটি বাহিনীর মনোবল বৃদ্ধির পাশাপাশি কর্মদক্ষতার অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?






