জেলা বিএনপির কমিটিতে বিতর্কিত ব্যক্তির ঠাঁই, বঞ্চিত ত্যাগী কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া নবগঠিত জেলা বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
সোমবার (১২ মে) বিকেলে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে ‘আল ফারুক’ নামে একটি আবাসিক হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকা, জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাকর্মীরা এ কমিটিতে উপেক্ষিত হয়েছেন। অথচ কমিটিতে স্থান পেয়েছেন একাধিক বিতর্কিত ও অযোগ্য ব্যক্তি।”
তিনি অভিযোগ করেন, “কমিটিতে এমন ব্যক্তিও আছেন, যিনি এক সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। এমনকি একই পরিবার থেকে একাধিক সদস্যকেও পদ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “রাজনীতি করতে গেলে ত্যাগ, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পদ দেওয়া উচিত। এখনও ত্রিশ বছর হয়নি এমন একজনকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসানো ঠিক হয়নি। এরপরও আমি দলের বিরুদ্ধে কোনো অবস্থান নেইনি। অতীতে যেকোনো কমিটিকে সম্মান জানিয়ে কাজ করেছি। যেহেতু কেন্দ্রীয় কমিটি এ কমিটিকে অনুমোদন দিয়েছে, আমি সেটি মেনে নিচ্ছি।”
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






