পিরোজপুরে জাকের পার্টির র‍্যালি ও সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 28, 2025 - 11:51
 0  2
পিরোজপুরে জাকের পার্টির র‍্যালি ও সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

জাকের পার্টি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলা,পৌরসভা,  ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক র‍্যালি ও সাংগঠনিক জনসভা  অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।

পিরোজপুর সদর উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ মিরাজ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি পিরোজপুর জেলা সভাপতি আবদুল কুদ্দুস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ,জেলা নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জাকের পার্টি ইসলামের শান্তি, মানবতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow