ভাঙ্গায় রাতের আঁধারে কলাগাছ নিধন: জমি–বিরোধে বাড়ছে উত্তেজনা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা গ্রামে রাতের আঁধারে সদ্য রোপণ করা কলাগাছ কেটে ও উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী বিষয়টি প্রথমে লক্ষ্য করেন। তিনি জানান, কে বা কারা তার রোপণকৃত কলাগাছ ভেঙে ফেলেছে এবং কিছু অংশ পাশের খালে ফেলে দিয়েছে।
জানা যায়, রশিদপুরা গ্রামের লিয়াকত আলী ৭১ নং মৌজার বিএস ৪৫ নং খতিয়ানের জমিটি প্রায় অর্ধশত বছর ধরে ক্রয়সূত্রে ভোগদখল করে আসছেন। কয়েক দিন আগে ওই জমিতে কলাগাছ রোপণ করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে গিয়ে তিনি দেখতে পান সব গাছ উপড়ে ফেলা হয়েছে—কিছু জমির ভেতরে এবং কিছু খালের মধ্যে পড়ে আছে।
এ ঘটনায় লিয়াকত আলী বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তার সঙ্গে প্রতিবেশী জাকির মোল্লা, ওহাব মোল্লা, সাইফুল মোল্লা ও সুফিয়া বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। লিয়াকত আলীর দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পারে। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও তার জমির ফসল নষ্ট করা, বাড়িতে ইট–পাটকেল নিক্ষেপ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্থানটি পরিদর্শন করেছেন। পুলিশও বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিপক্ষ জাকির মোল্লা ও সুফিয়া বেগমের সঙ্গে কথা হলে তারা জানান, “আমরা গাছপালা উপড়ে ফেলা বা নষ্ট করার সঙ্গে জড়িত নই। জমিজমা নিয়ে যে বিরোধ আছে, তা আদালতে বিচারাধীন।”
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ