তিন দফা দাবিতে রুয়েটে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) কমপ্লেক্সে একজন ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার প্রতিবাদে এবং প্রকৌশল খাতে বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি ঘোষণা করেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে বিনোদপুর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না’ এবং ‘কোটা নয়, মেধা চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামের একজন ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা এটিকে প্রকৌশল পেশার জন্য চরম অবমাননাকর বলে মনে করছেন এবং এ ধরনের অনিয়মের দ্রুত অবসানের দাবি জানান।
তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, "ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদে পদোন্নতির ঘটনা প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্রকে আরও স্পষ্ট করে তুলেছে। আমরা এই প্রহসন অবিলম্বে বন্ধ করার এবং আমাদের তিন দফা যৌক্তিক দাবি পূরণের জোর দাবি জানাচ্ছি।"
একইভাবে, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, "২০১৩ সাল থেকে সরকারের সমর্থনে গড়ে ওঠা একটি ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রকৌশল খাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।"
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। তাদের দাবিগুলো হলো, সরকারি চাকরিতে নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের কোটা রাখা চলবে না। দশম গ্রেডে নিয়োগ প্রক্রিয়া সকলের জন্য উন্মুক্ত করতে হবে, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদেরও আবেদনের সমান সুযোগ দিতে হবে। সবশেষে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন না এবং ডিপ্লোমাধারীরা ‘টেকনিশিয়ান’ হিসেবে পরিচিত হবেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবিগুলো পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
What's Your Reaction?






